প্রেস বিজ্ঞপ্তি ॥ বিশ্ব মানবাধিকার দিবস ১৬ উদযাপন উপলক্ষে গতকাল বাংলাদেশ মানবাধিকার কাউন্সিল হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে হবিগঞ্জ শহরের প্রধান সড়ক র্যালী শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। হবিগঞ্জ প্রেসক্লাব হল রুমে জেলা সভাপতি আলহাজ্ব মোঃ আবুল লেইছের সভাপতিত্বে এবং সেক্রেটারী আলহাজ্ব কামাল গনি চৌধুরীর পরিচালনায় এতে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান আওয়াল, অধ্যাপক মুজিবুর রহমান, সাবেক শিক্ষক মোঃ আব্দুল হান্নান, সংগঠনের জেলা সহ-সভাপতি এডঃ এস এম বজলুর রহমান, মোঃ রজব আলী, এডঃ আলী আজগর, আমিনুল ইসলাম চৌধুরী শামিম, জেলা ধর্ম বিষয়ক সম্পাদক মাওঃ মোঃ আনোয়ার আলী, সহ-সেক্রেটারী মোঃ মুহিবুর রহমান, মোঃ সুমন আহমেদ, নির্বাহী সদস্য মিনুর মিয়া, মাহফুজ আহমদ, এস এম রহিম শিবলু, কামরুজ্জামান এমরান, আনিছুর রহমান জেবু, শাফিউজ্জামান ভুইয়া প্রমুখ। বক্তাগন বলেন দেশ ব্যাপী যে ভাবে মানবাধিকার লঙ্গিত হচ্ছে তা অত্যান্ত ভয়াবহ আকার ধারন করেছে। এ থেকে উত্তরনের জন্য আমাদের জোর প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। এদিকে মায়ানমারে মুসলিম গনহত্যার জন্য নেতৃতৃন্দ ক্ষোভ প্রকাশ এবং অনতিবিলম্বে তা বন্ধ করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহবান জানান।