নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ২০১৬ এর শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার সকাল ১১টায় নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এর আনুষ্টানিক উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী। উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে পঃপঃ কর্মকর্তা ডাঃ রথীন্দ্র চন্দ্র দেবের সভাপতিত্বে অনুষ্ঠিত এ ক্যাম্পেইনে অন্যান্যদের মাঝে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাবেক ডেপুটি সিভিল সার্জন অজিত কুমার রায়, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ নগেন্দ্র কুমার দাশ, আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, ডাঃ ইফতেকার হোসেন, ডাঃ রুখসানা বেগম, প্যানেল মেয়র এটিএম সালাম, পৌর কাউন্সিলর জায়েদ চৌধুরী, সিনিয়র সাংবাদিক মোঃ আলমগীর মিয়া, ভারপ্রাপ্ত পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাহাদাৎ হোসেন, স্যানিটারী ইন্সপেক্টর নুরে আলম সিদ্দিকী, মামনি প্রতিনিধি হোসেন আহমদ বিপ্লব প্রমুখ। ক্যাম্পেইনে ৬ থেকে ১১ মাস বয়সী সাধারণ ৬ হাজার ২৭ জন, প্রতিবন্ধী ২ শত ২ জন শিশুকে নীল রংয়ের ক্যাপসুল এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী সাধারন ৫২ হাজার ৭৩ জন এবং প্রতিবন্ধী ২ শত ৩৯ জন শিশুকে লাল রংয়ের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়।