শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ সরকারি অনুদানের চলচ্চিত্র ‘বৃদ্ধাশ্রম’ এ অভিনয় করছেন বাবুল আহমেদ রুবেল। সে শায়েস্তাগঞ্জ দেশ নাট্যগোষ্ঠীর একজন নিয়মিত নাট্যকর্মী। রুবেল এর আগেও বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেছে। তবে এ চলচ্চিত্রটি নিয়ে বেশ উচ্ছ্বাসিত। রুবেল টিভি নাটকে নিয়মিত অভিনয় করছেন। তার অভিনিত নাটকগুলোর মধ্যে ‘যে জলে আগুন জ্বলে, অথৈ নিলিমা, মন ছুঁয়েছে আকাশ, কিডন্যাপ, বিপরীত স্রোতের যাত্রা, জলমানব, স্বয়ংবরা, কুড়েঘর, রক্তাত্ত চিঠিসহ আরও অনেক। ‘রূপনগর, অ্যাকশন কাট ডিরেকশন ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি।
বিটিভির ম্যাগাজিন অনুষ্ঠান আনন্দ ধারা সূর্যের আড়ালে, মাই টিভির মুখরিত কলতান, মোহনা টিভির হঠাৎ ব্রেকসহ বেশ কিছু ম্যাগাজিন অনুষ্ঠানে অংশ্রগ্রহণ করেছেন।
রুবেল শুধু অভিনয় শিল্পীই নয়, তার আরো একটি পরিচয় রয়েছে, তিনি চাইনিজ মার্শালার্ট (উশু) খেলোয়ার। ভারত-নেপালে মার্শালার্ট খেলায় অংশগ্রহণ করেছেন রুবেল। রুবেল ‘বৃদ্ধাশ্রম’ চলচ্চিত্র প্রসঙ্গে বলেন, ছবিতে অভিনেতা হাসান ইমানের ছেলের চরিত্রে অভিনয় করছেন। দেশ নাট্যগোষ্ঠীর সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান বলেন, রুবেল আমাদের নিয়মিত নাট্যকর্মী। সংগঠনের প্রয়োজনায় বেশ কয়েকটি পথনাটক ও মঞ্চনাটকে কাজ করেছে রুবেল। অভিনয় ও মার্শালাটের আগ্রহের কারণে রুবেল এখন ঢাকায় কাজ করছেন। বর্তমানে সরকারি অনুদানের চলচ্চিত্রে অভিনয়ে সুযোগ পাওয়ায় সংগঠনের পক্ষ এ চলচ্চিত্রের কর্তাব্যক্তিদের অভিনন্দন ও ধন্যবাদ জানান।