চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান ও বিশিষ্ট শিক্ষানুরাগী মোঃ আবু তাহের’র সাথে নবগঠিত ‘চুনারুঘাট উপজেলা সাংবাদিক ফোরাম’ এর সদস্যরা মতবিনিময় করেছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ চেয়ারম্যান কার্যালয়ে এ মতবিনিময় সভা শেষে ফোরামের সদস্যরা উপজেলা চেয়ারম্যান আবু তাহেরকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন। সভায় উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি আব্দুর রাজ্জাক রাজু’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খন্দকার আলাউদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন আহম্মদাবাদ ইউপি চেয়ারম্যান ও তরুন সমাজসেবক আলহাজ্ব আবেদ হাসনাত চৌধুরী সনজু, উপজেলা কৃষকলীগের সভাপতি শাহজাহান চৌধুরী, সেক্রেটারী মুজিবুর রহমান মুজিব। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সাংবাদিক ফোরামের সিনিয়র সহ-সভাপতি নুর উদ্দিন সুমন, শেখ ইসমাইল হোসেন তুহিন, যুগ্ম সম্পাদক মো. ফারুক মিয়া, সাংগঠনিক সম্পাদক রায়হান আহমেদ, দপ্তর সম্পাদক আজিজুল হক নাসির, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ রুবেল তালুকদার, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক কাজী মিজান, সমাজকল্যাণ সম্পাদক মনির সরকার, নির্বাহী সদস্য মোঃ ওয়াহেদ আলী, আব্দুল হাই প্রিন্স ও এম এ মালেক। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান মোঃ আবু তাহের বলেন, সাংবাদিকরা সমাজের দর্পন। একজন সাংবাদিকই বদলে দিতে পারে সমাজের চিত্র। তাদের মাধ্যমে দেশ তথা সমাজের উন্নয়নমূলক, অগ্রগতি ও বিভিন্ন দিক ফুটে উঠে। চুনারুঘাট উপজেলার সার্বিক উন্নয়ন বিশেষ করে, আমি ‘শিক্ষা’য় সয়ংসম্পূর্ন করার লক্ষ্যে কাজ করে যাচ্ছি। আমি বিশ্বাস করি, চুনারুঘাটের মানুষ শিক্ষিত হলে বেকারত্ব দূর হবে এবং উন্নয়ন এমনিতেই হবে। তিনি চুনারুঘাটের সাংবাদিক ফোরামের সর্বাত্মাক সহযোগিতার আশ্বাস দেন।