নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জের আউশকান্দি-হীরাগঞ্জ বাজারের পাহারাদার আজাদকে কুপিয়ে ক্ষতবিক্ষত করেছে একদল ডাকাত। গত সোমবার দিবাগত গভীর রাতে এ ঘটনাটি ঘটেছে। স্থানীয় সূত্রে জানা গেছে-রাত ৩টার দিকে একদল ডাকাত বাজারে হানা দেয়। এ সময় পাহারাদার আজাদ কাছে যাওয়া মাত্র ডাকাতরা তাকে ঝাপটে ধরে। এক পর্যায়ে ডাকাতদের কবল থেকে রক্ষা পেতে আজাদ ধ্বস্তাধ্বস্তি শুরু করলে তাকে কুপিয়ে ক্ষত বিক্ষত করে ফেলে রেখে পালিয়ে যায় ডাকাতরা। এ অবস্থায় আজাদ ঘটনাস্থলেই অজ্ঞান হয়ে পড়ে। গতকাল সকালে বাজার কমিটি ও স্থানীয় লোকজন আজাদকে উদ্ধার করে নবীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।