স্টাফ রিপোর্টার ॥ বিদেশে মানুষ পাঠানো এবং মোটরসাইকেল দেয়ার নাম করে প্রতারণার অভিযোগে মোঃ মাহবুবুর রহমান রানা (২৮) নামের এক প্রতারককে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। গ্রেফতারকৃত রানা সদর উপজেলার আব্দাবকাই গ্রামের সুবেদার আব্দুল মতিনের পুত্র। গতকাল বুধবার সন্ধ্যায় হবিগঞ্জ সদর থানা এসআই আনোয়ার হোসেন ও এসআই ইন্দ্রনীলের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে সদর উপজেলার আব্দাবকাই গ্রাম থেকে তাকে গ্রেফতার করে।
এসআই আনোয়ার হোসেন জানান, গ্রেফতারকৃত রানা ৩টি চেক জালিয়াতি মামলার ওয়ারেন্টভুক্ত আসামী। রানার গ্রেফতারের খবর পেয়ে অনেক পাওনাদাররা সদর থানায় ছুটে আসেন। এদের মধ্যে ছাত্রলীগ নেতা মুর্শেদ জানান, রানা থানা ও কোর্ট ম্যানেজ করে সদর থানা থেকে নিলামের মাধ্যমে মোটর সাইকেল এনে দিবে বলে তার নিকট থেকে ১লাখ ৪০হাজার টাকা নিয়ে গেছে।
অপর একজন জানান, রানা বিদেশে নেওয়ার নাম করে তার নিকট ২লাখ ৫০হাজার টাকা নিয়ে গেছে।