আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুরের এক গৃহবধূকে স্বামী ও সতীন মিলে পিটিয়ে হত্যা করেছে। হত্যার শিকার গৃহবধূর নাম হোসনে আরা (২৫)। নিহত হোসনে আরা মাধবপুর উপজেলার পরমানন্দপুর গ্রামের নুর মিয়ার মেয়ে। গত সোমবার বিকেলে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার পাইকপাড়া গ্রামে স্বামীর বাড়িতে এ ঘটনা ঘটে। নিহতের ভাই আব্দুর রহিম জানান, গত বছর ২৮ অক্টোবর শ্রীমঙ্গল উপজেলার পাইকপাড়া গ্রামের আবুল বক্সের ছেলে জমির আলী ভূঁয়া ঠিকানা দিয়ে তার বোন হোসনে আরাকে মৌলভীবাজারে নোটারী পাবলিকের মাধ্যমে বিয়ে করে। জমির আলীর প্রথম স্ত্রী ও সন্তান থাকা স্বত্ত্বেও সে নিজেকে অবিবাহিত দাবি করে বিয়ে করে। বিয়ের পর থেকে শ্রীমঙ্গল শহরে হোসনে আরাকে নিয়ে একটি ভাড়াটিয়া বাড়িতে বসবাস করত। বিয়ের পর থেকে জমির আলী তার হতদরিদ্র পিতাকে টাকা দেওয়ার জন্য চাপ দিলে মেয়ের সুখের দিক চিন্তা করে প্রায় ২ লাখ টাকা যৌতুক দেন। কিন্তু তার প্রথম স্ত্রী ২য় বিবাহের কথা জানতে পেরে হোসনে আরাকে প্রায়ই ভাড়াটিয়া বাড়িতে গিয়ে শারীরিকভাবে নির্যাতন করত। গত ৩ ডিসেম্বর বিকেলে হোসনে আরাকে তার স্বামী জমির আলী ও ২য় স্ত্রী পিটিয়ে মারাত্মকভাবে আহত করে। ওই দিন রাতেই তাকে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে ঔষধ কিনে আনার কথা বলে হাসপাতাল থেকে স্বামী-স্ত্রী পালিয়ে যায়। পরদিন ৪ ডিসেম্বর সে মারা যায়। মৌলভীবাজার মডেল থানা পুলিশের এসআই আব্দুল মালিক হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে হোসেন আরার পরিবারের নিকট লাশ হস্তান্তর করেন। এ ব্যাপারে মৌলভীবাজার মডেল থানায় একটি জিডি করা হয়েছে। জিডি নং- ১৭, তারিখ-০৪/১২/২০১৬ ইং। এসআই আব্দুল মালিক সুরতহাল প্রতিবেদনে কপালে ও পিঠে ৫টি আঘাতের চিহ্নের কথা উল্লেখ করেছেন। এ ব্যাপারে মৌলভীবাজার মডেল থানার এসআই আব্দুল মালিকের সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, মেয়ের অভিভাবক পক্ষ এখনো মামলা দেয়নি। মামলা দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।