বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচং উপজেলার কাউরিয়াকান্দি গ্রামের সৈদয় মিয়া হত্যা মামলা আসামী আব্দুল হাইকে গ্রেফতার করেছে সিআইডি পুলিশ। গতকাল বিকালে মামলার তদন্তকারী কর্মকর্তা আব্দুর রাজ্জাকের নেতৃত্বে একদল সিআইডি পুলিশ হবিগঞ্জ শহরের বানিয়াচং বাসস্ট্যান্ড সংলগ্ন মা মেশিনারীজ থেকে আব্দুল হাইকে গ্রেফতার করে।
উল্লেখ্য, গ্রাম্য আধিপত্য বিস্তার নিয়ে ২৬ বছরের তরুণ যুবক সৈয়দ মিয়াকে হত্যা করা হয়। এ ব্যাপারে নিহত সৈয়দ মিয়ার পিতা নূর মিয়া বাদী হয়ে ২০১৫ সালের ২৩ এপ্রিল বানিয়াচং থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলাটি বর্তমানে হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখায় তদন্তাধিন রয়েছে।