মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার দেবপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে গ্রন্থাগারিক পদে শিক্ষক নিয়োগে অনিয়মের গুঞ্জন উঠেছে। তবে কর্তৃপক্ষ বলছেন তারা নিয়মমাফিক বিজ্ঞাপন প্রচার দরখাস্ত আহ্বান এবং নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রবেশ পত্র প্রেরণসহ মোবাইল ফোনে প্রার্থীদেরকে অবহিত করেছেন। জানা যায়, উপজেলার দেবপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের গ্রন্থাগারিক (শিক্ষক) পদটি দীর্ঘদিন শূন্য থাকার কারণে বিদ্যালয় কর্তৃপক্ষ বিজ্ঞাপনের মাধ্যমে দরখাস্ত আহবান করেন। এর প্রেক্ষিতে প্রার্থীত পদে ৭ জন আবেদন পত্র জমা দেন। প্রবেশ পত্র না পাওয়াদের অভিযোগ বিদ্যালয় কর্তৃপক্ষের পছন্দের প্রার্থী থাকায় তারা সম্ভাবনাময় আবেদনকারীদের দরখাস্ত বাদ দেওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়ে প্রবেশ পত্র প্রদান করা থেকে বিরত থাকেন। ৮ ডিসেম্বর নিয়োগ পরীক্ষার তারিখ নির্ধারণ করা হলেও ৬ ডিসেম্বর মঙ্গলবার পর্যন্ত অনেকেই প্রবেশপত্র পায়নি বলে নাম উল্লেখ না করার শর্তে সাংবাদিকদের অবহিত করেন। তাদের অভিযোগ পছন্দের লোকদের নিয়োগ দিতেই বিদ্যালয় কর্তৃপক্ষের এ পদক্ষেপ। বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিজাম উদ্দিন জানান, শিক্ষক নিয়োগ পরীক্ষায় কোনো ধরণের অনিয়মের অবকাশ নেই। আমরা ৭টি আবেদন পত্র পেয়েছি। একটি আবেদন পত্র সনদপত্রে ত্র“টি থাকার কারণে বাতিল করা হয়েছে। বাকী ৬ জনের নিকট প্রবেশ পত্র প্রেরণ করা হয়েছে। মোবাইল ফোনেও তাদেরকে পরীক্ষায় অংশগ্রহণের আহবান করা হয়েছে।