বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলের আলোচিত নির্যাতিতা স্কুলছাত্রীকে আর্থিক সহায়তা দিয়েছে উপজেলা নারী উন্নয়ন ফোরাম। গতকাল মঙ্গলবার অপরাহ্নে ফোরামের সভাপতি ও উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান নাদিরা খানম-এর নেতৃত্বে একটি দল উপজেলার চিচিরকোটস্থ নির্যাতিতার বাড়িতে যান। এ সময় নেতৃবৃন্দ নির্যাতিতার পরীক্ষাসহ পারিপার্শ্বিক অবস্থার খোজ-খবর নেন এবং পুনর্বাসনের জন্য সংগঠনের পক্ষ থেকে তাকে ১০ হাজার টাকার চেক প্রদান করেন। এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন স্থানীয় ভাদেশ্বর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান বশির, ৩নং ওয়ার্ড মেম্বার নাসিম উদ্দিন, ৬নং ওয়ার্ড মেম্বার দুলাল মিয়া, ৯নং ওয়ার্ড মেম্বার শ্রীকুমার কৈরী, ১নং সংরক্ষিত ওয়ার্ড মেম্বার ফুলবানু, ২নং সংরক্ষিত ওয়ার্ড মেম্বার গৌরী রানী রুদ্রপাল দুর্গা ও ৩নং সংরক্ষিত ওয়ার্ড মেম্বার মিনতি রানী যাদব, সমাজকর্মী কাজী আলফু, যুবলীগ নেতা মায়া আলী সহ স্থানীয় মুরুব্বী।
উল্লেখ্য, গত ১৯ জুলাই দর্র্বৃত্তরা উপজেলার নতুনবাজার শাহজালাল উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ওই ছাত্রীকে অপহরণ করে মিরপুর বাজারের একটি ফার্নিচার দোকানে আটকে রেখে ধর্ষণ করে। এ ব্যাপারে তার পিতা বাহুবল থানায় মামলা দায়ের করলে পুলিশ ঘটনার সাথে জড়িত দু’জনকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করে। এ ঘটনা পর ম্যানেজিং কমিটি গোপনে ওই ছাত্রীকে স্কুল থেকে বের করে দেয়ার সিদ্ধান্ত নেয়। বিগত ২৮ নভেম্বর শুরু হওয়া বার্ষিক পরীক্ষায় ওই ছাত্রী অংশগ্রহণ করতে চাইলে তাতে বাঁধসাধেন প্রধান শিক্ষক আইয়ূব আলী। বিষয়টি পত্রপত্রিকায় প্রকাশ হলে গত ৪ ডিসেম্বর স্থানীয় প্রশাসনের চাপে ওই ছাত্রীকে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দিতে বাধ্য হয় স্কুল কর্তৃপক্ষ।