প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ উপজেলার ৬নং কুর্শি ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী যুবলীগের কমিঠি গঠন করা হয়েছে। কমিটি গত সোমবার সন্ধ্যা ৭টায় হালিতলা গ্রামের অজিত দাশের বাড়িতে এক সভা অনুষ্ঠিত হয়। কুর্শি ইউপি যুবলীগের আহব্বায়ক ও নবীগঞ্জ উপজেলা যুবলীগের সদস্য নেছার আহমদ জগলুর সভাপতিত্বে ও যুগ্ম আহব্বায়ক মোঃ আবু সাঈদের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন নবীগঞ্জ পৌর যুবলীগের সদস্য সিরাজুল ইসলাম জাহেদ, যুবলীগ নেতা আব্দুস সামাদ আজাদ, মোঃ হারুন মিয়া, মোঃ শিপন আহমেদ, রিপন শীল, মোঃ সবুজ মিয়া, আব্দুল গফুর, মোঃ আব্দুল কাদির, সুধির চন্দ্র দাশ, সুনিল নাথ, আব্দুল মুকিত, শাহ মিজান আহমেদ, আশরাফুল বেগ, মিলাদ হোসেন, সংকর দাশ, মোঃ আল-আমিন, আকাবির রহমান তালুকদার, অজিত পাল, মোঃ সাহিদ মিয়া, ওয়ালিদ মিয়া। এছাড়াও ইউনিয়ন ও স্থানীয় যুবলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় সর্বসম্মতিক্রমে অজিত চন্দ্র দাশ-কে সভাপতি, অর্জুন দাশ-কে সহ-সভাপতি, মোঃ আল-আমিন মিয়া-কে সাধারণ সম্পাদক ও মোঃ সুহেল মিয়া-কে সাংগঠনিক সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ঠ ১নং ওয়ার্ড যুবলীগের কমিটি গঠন করা হয়।