আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুর উপজেলার ফান্দাউক-ছাতিয়াইন সড়কে এক ব্যবসায়ীর টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গত সোমবার রাতে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে ব্যবসায়ী মোঃ আলী মাধবপুর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে জানা গেছে, গত সোমবার রাতে তার ছেলে সোহেল মিয়া ছাতিয়াইন বাজার থেকে বাড়ী ফেরার পথে ফান্দাউক-ছাতিয়াইন সড়কের মধ্যবর্তী স্থানে পৌছুলে একদল ছিনতাইকারী সোহেলকে জিম্মি করে তার কাছ থেকে ২ লাখ টাকা ছিনতাই করে নিয়ে যায়। এ ব্যাপারে মাধবপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।