স্টাফ রিপোর্টার ॥ লাখাই উপজেলার পার্শ্ববর্তী অষ্টগ্রাম উপজেলার আদমপুর গ্রামে দ্বীন ইসলাম (২৫) নামের এক ইলেকট্রিশিয়ান বিদ্যুতস্পৃষ্ট হয়েছে। এতে তার শরীর জ্বলসে যায়। সে ওই গ্রামের বজলু রহমানের পুত্র। গতকাল মঙ্গলবার বিকালে এ দুর্ঘটনা ঘটে। আহত সুত্রে জানা যায়, দ্বীন ইসলাম জনৈক ব্যক্তির চালে সৌর বিদ্যুত স্থাপন করতে যায়। এ সময় চালের উপর দিয়ে যাওয়া তারে সে জড়িয়ে পড়লে বিদ্যুতস্পৃষ্ট হয়। মুমুর্ষু অবস্থায় প্রথমে তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।