নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ কীর্তিনারায়ন কলেজের মেধাবী ছাত্রী তন্নী রানী দাশ কৃতিত্বের সাথে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মেধা তালিকায় ২০৭তম স্থান অর্জন করেছে। সে নবীগঞ্জ পশ্চিম বড় ভাকৈর ইউনিয়নের হলিমপুর গ্রামের বাসিন্দা অধীর চন্দ্র দাশ ও বনানী রানী দাশের জ্যেষ্ঠ সন্তান। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মেধা তালিকায় স্থান পাওয়ায় কীর্তিনারায়ন কলেজের শিক্ষক ও পরিচালনা পরিষদের সদস্যবৃন্দ তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।