চুনারুঘাট প্রতিনিধি ॥ মাত্র ১ শ টাকার জন্য আশিক (১১) নামের এক শিশুকে রশি দিয়ে বেঁধে নির্যাতন করেছে এক পাষন্ড। ঘটনাটি ঘটেছে গতকাল সকালে উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের ছয়শ্রী গ্রামে। অমানবিক এ ঘটনায় এলাকার সাধারণ মানুষ ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তোলপাড় চলছে। এলাকাবাসী জানান, ওই গ্রামের লেবাস উল্লার পুত্র সোহেলের কাছ থেকে ১ মাস পূর্বে ১ শ টাকা কর্জ নেয় একই গ্রামের মানিক মিয়ার পুত্র আশিক মিয়া (১১)। ধারের ওই টাকা শিশু আশিক পরিশোধ করতে ব্যর্থ হলে গতকাল সকালে বদমেজাজী সোহেল আশিককে বাড়ি থেকে ধরে এনে রশি দিয়ে বেধে পেলে এবং নির্যাতন চালাতে থাকে। এ সময় শিশু আশিকের শোর চিৎকারে আশপাশের লোকজন আশিককে উদ্ধারের চেষ্টা চালান। কিন্তু সোহেল কারো কথায় কর্ণপাত না করে আশিককে মারধর করতে থাকে। খবর পেয়ে স্থানীয় ইউপি সদস্য শফিকুর রহমান সাফু ঘটনাস্থলে গিয়ে আশিককে উদ্ধার করে নিজ জিম্মায় নিয়ে আসেন। এরদিকে শিশু নির্যাতনের এ ঘটনাটি ফেসবুকে ছড়িয়ে পড়লে ব্যাপক তোলপাড় শুরু হয়। এ ব্যাপারে ইউপি সদস্য শফিকুর রহমান সাফু বলেন, শিশু নির্যাতনের এ ঘটনাটি খুবই অমানবিক। স্থানীয়রা শিশু নির্যাতনের এ ঘটনার দৃষ্টান্তমূলক বিচার দাবী করেছেন।