স্টাফ রিপোর্টার ॥ আগামী ১০ ডিসেম্বর জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন পালন উপলক্ষে জেলা ওরিয়েন্টেশন ও পরিকল্পনা সভা গতকাল অনুষ্ঠিত হয়েছে। হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের সভা কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ডাঃ দেবপদ রায়। এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মোঃ রোকন উদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন ডাঃ সাবিনা আশরাফী লিপি। বক্তব্য রাখেন ডাঃ নাসিমা খানম, প্রেসক্লাব সভাপতি মোঃ ফজলুর রহমান, হবিগঞ্জ পৌরসভার স্বাস্থ্য পরিদর্শক অবনী। শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন জাতীয় প্রশিক্ষণ প্রাপ্ত ইমাম সমিতির সভাপতি মাওঃ নুরুল আমীন।