প্রেস বিজ্ঞপ্তি ॥ “ধর্মাঙ্গ জঙ্গিবাদ রুখবেই জনতা, সাম্প্রদায়িক সম্প্রীতি রায় একতা” এই শ্লোগানকে বুকে ধারণ করে হবিগঞ্জ জেলা উদীচীর ৮ম সম্মেলনে নতুন গঠিত ২৩ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটির প্রথম বৈঠক অনুষ্টিত হয়। জেলা উদীচী সভাপতি মনিরুল ইসলাম বারেকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পীযুষ কান্তি সূত্রধরের সঞ্চালনায় সংগঠনের অনস্থায়ী কার্যালয়ে গত ৩ ডিসেম্বর অনুষ্টিত প্রথম সভায় বক্তব্য রাখেন আজমান আহমেদ, মুজিবুুর রহমান, আজিজুর রহমান কাউছার, নারায়ন রায় বাবলু, শরীফ উদ্দিন, জয়দ্বীপ দাস, আব্দুল হাকিম। সভায় আসছে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া জেলা উদীচীর সম্পাদক মন্ডলীর মাঝে বিভিন্ন দপ্তর বন্ট করে যার যার উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের আহবান জানানো হয়। সভায় সম্পাদক সংগঠন বিভাগ আব্দুল হাকিম, সম্পাদক সঙ্গীত বিভাগ প্রভাতী সূত্রধর পাপু, সম্পাদক দপ্তর বিভাগ নারায়ন রায় বাবলু, সম্পাদক প্রচার ও প্রকাশনা গৌতম চন্দ্র দাশ, সম্পাদক নাট্য ও চারুকলা বিভাগ অসীম বনিককে বুঝিয়ে দেওয়া হয়। এছাড়া জেলা উদীচীর কমিটিতে নতুন সদস্য হিসাবে মোঃ খলিলুর রহমানকে কো-অপ্ট করা হয়।