প্রেস বিজ্ঞপ্তি ॥ আইন পেশা ও সমাজ সেবায় বিশেষ অবদান রাখায় মানবাধিকার শান্তিপদক পেয়েছেন রোটারিয়ান এডভোকেট এমএ নুর খান। গত ৩০ নভেম্বর বিকাল ৫টায় ঢাকার সেগুন বাগিচায় প্রফেসার আখতার ইমাম হলে আড়ম্বরপুর্ণ অনুষ্ঠানের মাধ্যমে ইউনাইটেট মুভমেন্ট হিউম্যান রাইট্স তাকে এ পদক প্রদান করে। পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ মমতাজ উদ্দিন আহমেদ তার হাতে পদকের ক্রেষ্ট ও সম্মাননাপত্র তুলে দেন। সংগঠনের চেয়ারম্যান এডভোকেট লুৎফুল আহসান বাবুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা সহিদুল হারুন, গণ-আজাদী লীগের সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ আতাউল্লাহ ও অবসরপ্রাপ্ত উপ-পুলিশ কমিশনার ড. নাসিরুদ্দিন খান।