প্রেস বিজ্ঞপ্তি ॥ জেলা রেজিস্ট্রার কার্যালয়ে নিয়োগকৃত নকল নবিসদের চাকুরী স্থায়ীকরণ ও স্কেলভূক্ত করার দাবীতে বাংলাদেশ এক্সট্রা মোহরার (নকল নবিস) এসোসিয়েশনের জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১১টার দিকে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় অনির্দিষ্টকালের জন্য কলম বিরতি রাখার ঘোষণা প্রদান করা হয়।
এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোঃ তাজ উদ্দিন চৌধুরী। সাধারণ সম্পাদক মোঃ শামছুল আলম রুয়েল এর পরিচালনায় সভার শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মোঃ আবু তাহের খান এবং গীতা পাঠ করেন ঋষিকেশ তালুকদার।
সভায় বাংলাদেশ সাবরেজিস্ট্রার অফিসে নিয়োগকৃত অস্থায়ী নকল নবিসগণের চাকুরী স্থায়ী করণ স্কুলভূক্ত করার দাবী জানানো হয় এবং আজ থেকে অনির্দিষ্টকালে জন্য কলম বিরতির সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
উক্ত সভায় বক্তব্য রাখেন, মোজাহের হোসেন রুবেল, মীর নেওয়াজ মুর্শেদ, আমিনুল ইসলাম মিশু, আবু তাহের খান, কৃপেশ গোপ, মোঃ মামুন মিয়া, মোঃ নূর আলম জনি, মোঃ শাহজাজান আহমেদ, রিপন বৈদ্য, মোঃ ছালেহ আহমদ, মোঃ দরবেশ আলী, মোঃ আনোয়ার হোসাইন, দুলাল প্রমূখ।