সোমবার, ৩১ মার্চ ২০২৫, ০১:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজ চাঁদ দেখা গেলে কাল ঈদ লাখাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ২ ডাকাত আটক নবীগঞ্জে সাবেক ছাত্র নেতা সাকিন আহমেদের পক্ষ থেকে ছাত্রশিবিরকে মোটরসাইকেল প্রদান ঈদ আনন্দ নেই জুলাই-আগষ্ট গণঅভ্যুত্থানে শহীদ আজমত আলীর পরিবারে নবীগঞ্জে তারেক রহমানের পক্ষ থেকে শহীদ আজমত আলীর পরিবারকে ছাত্রদলের ঈদ উপহার প্রদান শায়েস্তাগঞ্জের মোতাব্বির হোসেন কাজল যৌথবাহিনীর হাতে গ্রেপ্তার বানিয়াচং উপজেলা যুবদলের ইফতার ও দোয়া মাহফিল নবীগঞ্জে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার পবিত্র ঈদ উল ফিতর এর শুভেচ্ছা, ঈদ মোবারক ঈদগাহে ঈদের জামাত পড়া নিয়ে মতবিরোধ ॥ নবীগঞ্জে ছুরিকাঘাতে এক ব্যক্তির মৃত্যু

দৈনিক এক্সপ্রেস এর নতুন কার্যালয়ের উদ্বোধন করলেন এমপি আবু জাহির

  • আপডেট টাইম শুক্রবার, ২ ডিসেম্বর, ২০১৬
  • ৫৭০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-লাখাই আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাডভোকেট মোঃ আবু জাহির বলেছেন, হবিগঞ্জ থেকে প্রকাশিত সংবাদপত্রগুলো গুরুত্বপুর্ণ ভূমিকা পালন করছে। পত্রিকায় প্রকাশিত সংবাদের মাধ্যমে প্রশাসন বিভিন্ন বিষয়ে দ্রুত পদক্ষেপ নিতে পারছে। তিনি বলেন, ফজলুর রহমানের সম্পাদনায় প্রকাশিত দৈনিক হবিগঞ্জের জনতার এক্সপ্রেস পত্রিকাটি শুরু থেকেই নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠতা বজায় রেখে সংবাদ প্রকাশ করে এরই মাঝে পাঠক প্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে। এতে পত্রিকাটি সুনাম অর্জন করতেও সক্ষম হয়েছে। জেলার উন্নয়ন কর্মকাণ্ড, সম্ভাবনা, বিনোদন ও সাহিত্যসহ জনগুরুত্বপূর্ণ বিষয়ে গুরুত্ব সহকারে পত্রিকায় সংবাদ প্রকাশ করার জন্য তিনি সংবাদকর্মীদের প্রতি আহ্বান জানান। সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুন্ন রাখাসহ জঙ্গিবাদ দমনে সকলকে সতর্ক থাকতেও তিনি আহ্বান জানান। গতকাল বৃহস্পতিবার বাদ মাগরিব দৈনিক হবিগঞ্জের জনতার এক্সপ্রেস পত্রিকার নতুন অফিস উদ্বোধন উপলক্ষে আয়োজিত মিলাদ মাহফিল শেষে সংক্ষিপ্ত আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পরে তিনি ফিতা কেটে নতুন অফিসের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্টানে আমন্ত্রিত অতিথিগণকে স্বাগত জানান দৈনিক হবিগঞ্জের জনতার এক্সপ্রেস সম্পাদক ও হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি মোঃ ফজলুর রহমান।
মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন, দৈনিক সমাচার পত্রিকার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক, প্রতিদিনের বাণী সম্পাদক মোঃ শাবান মিয়া, দৈনিক খোয়াই সম্পাদক শামীম আহসান, দৈনিক হবিগঞ্জের জনতার এক্সপ্রেস পত্রিকার সম্পাদক মন্ডলীর সভাপতি জগদীশ চন্দ্র মোদক, প্রধান উপদেষ্টা আব্দুর রহমান, সাবেক ব্যাংকার আব্দুল মালেক, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি হারুনুর রশিদ চৌধুরী, দৈনিক দেশজমিন সম্পাদক আলমগীর খান সাদেক, দৈনিক আয়না সম্পাদক রাশেদ আহমেদ খান, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি আব্দুল বারী লস্কর, হবিগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি সৈয়দ আশরাফ উদ্দিন মামুন, ইউপি চেয়ারম্যান সমিতির সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন, হবিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ ফখরুজ্জামান, সাবেক সাধারণ সম্পাদক নির্মল ভট্টাচার্য্য রিংকু ও চৌধুরী মোঃ ফরিয়াদ, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন কলি, মটর মালিক সমিতির সাধারণ সম্পাদক শংখ শুভ্র রায়, লন্ডন প্রবাসী আমিরচান কমপ্লেক্সের সত্বাধিকারী মোঃ আবুল কাশেম, পৌর কাউন্সিলর গৌতম কুমার রায়, সদর থানার সেকেন্ড অফিসার এসআই আবুল হোসেন, আব্দুল্লাহ জাহিদ, এম এ শাহিদ, ট্রাফিক সার্জেন্ট তোফাজ্জল হোসেন, আইএফসির উপদেষ্টা মুজিবুর রহমান, নিটল টাটার হবিগঞ্জ-মৌলভীবাজারের মাকের্টিং অফিসার শরীফুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী তুহিন খান, সিনিয়র সাংবাদিক মিলন রশীদ, টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি সায়েদুজ্জামান জাহির, সাধারণ সম্পাদক শাকিল চৌধুরী, ইন্ডিপেনডেন্ট টিভির জেলা প্রতিনিধি আবু সালেহ মোঃ নুরুজ্জামান চৌধুরী শওকত, দৈনিক হবিগঞ্জের বাণী সম্পাদক জিয়া উদ্দিন দুলাল, হবিগঞ্জ প্রেসক্লাব কোষাধ্যক্ষ শরীফ চৌধুরী, এটিএন বাংলা প্রতিনিধি এম এ হালীম, যমুনা টিভির প্রতিনিধি প্রদীপ দাস সাগর, দৈনিক মানবকণ্ঠের জেলা প্রতিনিধি পাবেল খান চৌধুরী, মোহনা টিভি প্রতিনিধি মোঃ ছানু মিয়া, ঢিবিসি টিভির প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন, সাংবাদিক এম মুজিবুর রহমান, দৈনিক বিজয়ের প্রতিধ্বনির সম্পাদক আনিসুজ্জামান চৌধুরী রতন, করাঙ্গী নিউজের সম্পাদক সিদ্দিকুর রহমান মাসুম, দৈনিক জননীর সহযোগী সম্পাদক কামরুল ইসলাম, দৈনিক হবিগঞ্জের জনতার এক্সপ্রেসের স্টাফ রিপোর্টার মোঃ কাউছার আহমেদ, বিশেষ প্রতিনিধি এম এ বাছিত, নবীগঞ্জ প্রতিনিধি এটিএম সালাম, চুনারুঘাট প্রতিনিধি নুরুল আমিন, বানিয়াচং প্রতিনিধি মখলিছ মিয়া, স্টাফ রিপোর্টার জালাল উদ্দিন রুমি, স্টাফ রিপোর্টার কিবরিয়া চৌধুরী, নবীগঞ্জ প্রতিনিধি আলমগীর মিয়া, আজমিরীগঞ্জ প্রতিনিধি আমিনুল ইসলাম, মাধবপুর প্রতিনিধি আবুল হোসেন সবুজ, লাখাই প্রতিনিধি আবুল কাসেম, বাহুবল প্রতিনিধি সোহেল আহমদ, শায়েস্তাগঞ্জ প্রতিনিধি অপু দাস, চুনারুঘাট প্রতিনিধি রায়হান আহমেদ, সাংবাদিক উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ওহি দেওয়ান চৌধুরী, নবীগঞ্জ সংবাদপত্র এজেন্ট মোশাহিদ মিয়া প্রমুখ। আরো উপস্থিত ছিলেন দৈনিক খোয়াই’র বার্তা ইনচার্জ মঈন উদ্দিন, স্টাফ রিপোর্টার জুয়েল চৌধুরী, মোঃ নজরুল ইসলাম, আনোয়ার হোসেন, এসডি আর পিনাক, প্রতিদিনের বাণীর স্টাফ রিপোর্টার এ কে কাউছার, বিজয়ের প্রতিধ্বনির স্টাফ রিপোর্টার এম সজলু, সমাচারের স্টাফ রিপোর্টার জাকারিয়া চৌধুরী, আজিজুল ইসলাম সজিব, নিরঞ্জন গোস্বামী শুভ, হবিগঞ্জ এক্সপ্রেস এর স্টাফ রিপোর্টার কাজী মিজানুর রহমান, প্রতিদিনের বাণীর স্টাফ রিপোর্টার এম এ আজিজ সেলিম, আব্দুল হাকিম, লোকালয় বার্তার স্টাফ রিপোর্টার সেলিম রানা, মোঃ শাহিন আহমেদ, আজকের হবিগঞ্জের স্টাফ রিপোর্টার এনামুল হক সায়েম প্রমূখ। এছাড়া বিভিন্ন উপজেলা থেকে সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com