নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার করগাও ইউনিয়নের করগাও গ্রামের জামে মজজিদে কোরআন শিক্ষা ট্রাষ্টের উদ্যোগে গতকাল বাদ জোহর পুরষ্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ট্রাষ্টের অর্থ সচিব মাওঃ আঃ ওয়াদুদ এর সভাপতিত্বে ও মোঃ আনছার উদ্দিনের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন ইউনিয়ন চেয়ারম্যান ছাইম উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন আলহাজ্ব মোঃ মফিজ মিয়া। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন হাজি ওলি মিয়া, হাজি টনু মিয়া, হাজি মুহিবুর, নাসির মিয়া, মধু মিয়া, রহিম উদ্দিন, আব্দুল বশির, মোঃ ছাদিকুর রহমান প্রমুখ। আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ ৪২ জন ছাত্র/ছাত্রীর মধ্যে ট্রাষ্টের পক্ষ থেকে পুরষ্কার তুলে দেন। এসময় ট্রাষ্টের অগ্রগতি বৃদ্ধির জন্য আব্দুল ওয়াদুদ সেক্রেটারী মোঃ আব্দুল মজিদের নিকট ৫০ হাজার টাকা ট্রাষ্টের জন্য অনুদান প্রদান করেন।