প্রেস বিজ্ঞপ্তি ॥ আসন্ন হবিগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে বানিয়াচংয়ের ২নং ওয়ার্ডের সদস্য পদে মনোনয়ন দাখিল করেছেন মনির হোসেন খান। গতকাল বিকেলে জেলা নির্বাচন অফিসের দায়িত্বরত কর্মকর্তার কাছে তিনি মনোয়নয়ন দাখিল করেন। এ সময় বানিয়াচং উপজেলার ২নং ইউপি চেয়ারম্যান ওয়ারিশ উদ্দিন খান, মেম্বার মনফর মিয়া, মেম্বার জাহেদ মিয়া, মহিলা মেম্বার মনোয়ারা বেগম, মহিলা মেম্বার গুলবাহার বিবি, মেম্বার জয়নাল আবেদীন বেলাল, এনামুল হোসেন, সাহেদ মিয়া, সুজাতা বেগম, শাহানুর মিয়া, সফুরা বেগম, এনসাফ আলী, মোছাদ্দেক মিয়া, বিশিষ্ট মুরুব্বি আলফু মিয়া ও সিরাজুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।