প্রেস বিজ্ঞপ্তি ॥ বাংলাদেশ খেলাফত মজলিস হবিগঞ্জ জেলা শাখার এক সভা গতকাল বুধবার জেলা কার্যালয়ে অনুষ্টিত হয়েছে। জেলা সহ-সভাপতি হাফেজ আব্দুল হামিদের সভাপতিত্বে উক্ত সভায় বক্তব্য রাখেন জেলা সেক্রেটারী মাওলানা মোঃ আনোয়ার আলী, সহ-সেক্রেটারী মাওলানা নোমান আহমদ, অর্থ সম্পাদক মাওলানা আশিকুর রহমান, চুনারুঘাট থানা শাখার সভাপতি মাওলানা আব্দুল কদ্দুছ নোমান, বানিয়াচং থানা সভাপতি ডাঃ মাওলানা বশির আহমদ, বাহুবল থানা সভাপতি মাওলানা আব্দুল বছির, আজমিরীগঞ্জ থানা সভাপতি মাওলানা মুফতি জুনাইদ আহমদ শাকির, জেলা নির্বাহী সদস্য মাওলানা মাহমুদুল হাসান শাহিন, হবিগঞ্জ শহর শাখার সেক্রেটারী মাওলানা মুফতি মাহবুবুর রহমান, জেলা দপ্তর সম্পাদক মৌলভী শিব্বির আহমদ ইয়াকুত, জেলা ছাত্র মজলিসের সেক্রেটারী কাজী ফাবাশ্বীর আহমদ প্রমুখ।
বক্তাগণ বলেন, যে কোনো মূল্যেই হোক মায়ানমারের মুসলমানদের উপর সেদেশের সরকার কর্তৃক চরম হত্যা ও নির্যাতন বন্ধ করতে হবে এবং সেদেশের সরকারের উপর চাপ সৃষ্টির জন্য আন্তর্জাতিক তথা জাতিসংঘের প্রতি নেতবৃন্দ আহবান জানান। এছাড়া বাংলাদেশ সরকারের প্রতি সেদেশের মুসলমানদের প্রতি আরো সহনশীল হওয়ারও আহবান জানান। এদিকে হবিগঞ্জের ৩টি মসজিদে আগুন লাগিয়ে পবিত্র কুরআন মজিদ জালিয়ে দেওয়ায় উক্ত ঘটনার তীব্র নিন্দা জ্ঞাপন করেন এবং উক্ত ঘটনায় জড়িতদের চিহ্নিত করে এদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য জেলা প্রশাসনের প্রতি জোর দাবী জানান।