প্রেস বিজ্ঞপ্তি ॥ শ্রীলঙ্কায় ৪৪তম মিনি ইন্টারন্যাশনাল কনভেনশনে যোগ দিচ্ছেন হবিগঞ্জ লায়ন্স ক্লাবের ডিস্ট্রিক্ট৩১৫বি১ এর ডিস্ট্রিক্ট চেয়ারপারসন ও প্রেসিডেন্ট লায়ন ইঞ্জিনিয়ার মোহাম্মদ মনসুর রশীদ কাজল, রিজিওন চেয়ারপারসন ও ইমিডিয়েট পাস্ট প্রেসিডেন্ট লায়ন এডভোকেট এসএম বজলুর রহমান, চার্টার মেম্বার লায়ন এমএ আহাদ, লায়ন আলহাজ্ব মুজাহিদ হুসেন চৌধুরী, লায়ন মোঃ মর্তুজা হাসান ও লায়ন মীর একেএম জামিলুন্নবী ফয়সল। আজ বেলা সোয়া ১২টায় ‘জেড এ্যায়ার ওয়েজ’র একটি বিমানে তারা শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর উদ্দেশ্যে বাংলাদেশ ত্যাগ করবেন। কনভেনশনে ইন্টান্যাশনাল প্রেসিডেন্ট সেন্সেলর বব কার্লো আমিরিকান ও ইন্টারন্যাশনাল লায়ন্স ফাউন্ডেশন চেয়ারম্যান ড. জিতশু হিরু ইয়ামাদা জাপানীজসহ বিশ্বের ৫০টি দেশের ৪ হাজার লায়ন লিডার উপস্থিত থাকবেন।
হবিগঞ্জ থেকে যোগদানকৃত লায়ন নেতৃবৃন্দ সকলের দোয়া কামনা করেছেন।