শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার উবাহাটা এলাকা থেকে আটককৃত গাঁজা ব্যবসায়ী বাবুল মিয়া (৬০) কে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার দুপুরে হবিগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট চাই থোয়াইহলা চৌধুরীর নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমান আদালত তাকে এ দন্ড প্রদান করে। দন্ডপ্রাপ্ত বাবুল মিয়া চুনারুঘাট উপজেলার উবাহাটা গ্রামের হামদু মিয়ার ছেলে। এ সময় হবিগঞ্জ মাদকদ্রব্যের এসআই সিদ্দিকুর রহমানসহ রিজার্ভ পুলিশ উপস্থিত ছিলেন।