প্রেস বিজ্ঞপ্তি ॥ বাংলাদেশ ছাত্রলীগ আয়ারল্যান্ড শাখার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন হবিগঞ্জের কৃতিসন্তান মোঃ নোমান চৌধুরী। সম্প্রতি কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন স্বাক্ষরিত এক পত্রে নোমান চৌধুরীকে প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব প্রদান করেন। উল্লেখ্য, মোঃ নোমান চৌধুরী আজমিরীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের প্রতিষ্ঠাতা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ ফজলুর রহমান চৌধুরীর ছেলে এবং হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি চৌধুরী মোহাম্মদ ফরিয়াদের ছোট ভাই। নোমান দক্ষতার সাথে ছাত্র রাজনীতিসহ দলকে আন্তর্জাতিক ক্ষেত্রে প্রতিষ্ঠা করার জন্য কাজ করে যাচ্ছে। সে পড়াশোনার পাশাপাশি ব্যবসাও পরিচালনা করেন।