স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিজন কুমার সিংহের নেতৃত্বে এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এ সময় বিসিক শিল্প নগরীর প্রাইম ফুডকে ৩ হাজার ও ইসলামিয়া ফুড বেকারীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। মোবাইল কোর্টকে সহযোগিতা করেন সদর থানার এসআই সুমন চন্দ্র হাজরা।