স্টাফ রিপোর্টার ॥ সিলেটের বিয়ানীবাজার পৌরশহর থেকে এক বৃদ্ধের টাকা ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় বাহুবলের এক ছিনতাইকারীকে গাড়িসহ স্থানীয় জনতা আটক করে পুলিশে সোপর্দ করেছে। এ সময় অপর তিন ছিনতাইকারী পালিয়ে যেতে সক্ষম হয়েছে। বাহুবলের আটক ছিনতাইকারীর নাম কামাল হোসেন (৩৭)। কামালের বাড়ি বাহুবল উপজেলার করিমপুর গ্রামে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিয়ানীবাজার পৌরশহরের দক্ষিণবাজারের ইসলামী ব্যাংক থেকে ইসলাম উদ্দিন নামে জনৈক ব্যক্তি ৩লাখ টাকা তুলে ব্যাংকের নিচে নেমে আসলে তাকে তিন ছিনতাইকারী ঘিরে ধরে। কিছু বুঝে ওঠার আগেই ছিনতাইকারীরা তাকে জোর করে ব্যাংকের সামনে রাখা একটি প্রাাইভেট কারে (ঢাকা মেট্টো-গ-১২-০৭৯৫) তুলে। এ সময় তিনি চিৎকার করলে আশপাশের মানুষ এগিয়ে আসেন। ততক্ষণে কারটি বড়লেখার দিকে পালিয়ে যায়। স্থানীয়রা কারের পিছু ধাওয়া করে বিয়ানীবাজার-বারইগ্রাম মহাসড়কের লাউতা ইউনিয়নের জলঢুপ এলাকার কাউলিবাগা সেতু এলাকায় কারটি আটক করেন। সুযোগ পেয়ে তিন ছিনতাইকারি পালিয়ে গেলেও গাড়ির চালক কামাল হোসেনকে আটক করা হয়। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়। আটক ছিনতাইকারী কামাল হোসেন পুলিশের জিজ্ঞাসাবাদে জানিয়েছে সহযোগী তিন ছিনতাইকারির বাড়ি শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলায়।
বিয়ানীবাজার থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) আবুল বাশার মোহাম্মদ বদরুজ্জামান বলেন, একটি ছিনতাইকারি চক্রের সদস্য ধৃত কামাল। তাকে জিজ্ঞাসাবাদ করে জড়িতদের সনাক্ত করার পাশাপাশি টাকা উদ্ধারের চেষ্টা করা হচ্ছে। তিনি জানান, ছিনতাইয়ের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ ছিনতাই কাজে ব্যবহৃত প্রাইভেট কারটি জব্দ করেছে।