মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৫:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কমলগঞ্জে ডাকাতি করতে গিয়ে হবিগঞ্জের ৪ যুবক আটক পাহাড়পুরে দু’পক্ষের সংঘর্ষে আহত রজব আলীর মৃত্যু মাধবপুরে এনজিও নিশানের আমানতকারিদের দুশ্চিন্তা বাড়ছে নবীগঞ্জের বিশিষ্ট সাংবাদিক ফারছু চৌধুরীর দাদীর মৃত্যুতে বিভিন্ন মহলের শোক প্রকাশ নবীগঞ্জে সরকারি স্কুলের জায়গা দখলের অভিযোগ শহরে ১শ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার টঙিরঘাটে সংঘর্ষের প্রস্তুতি পন্ড করে দিয়েছে পুলিশ আজমিরীগঞ্জে ফসলি জমি কেটে মাটি পরিবহনের দায়ে জরিমানা মাধবপুরে গ্রাহকের আমানত নিয়ে নিশান’র পালিয়ে যাওয়ার চেষ্টা অফিসে কর্মকর্তারা অবরুদ্ধ বাহুবলে মাজারের কবরস্থানে লাশ দাফনে বাঁধা দেয়ার অভিযোগ

বিয়ানীবাজারে ছিনতাইকালে গাড়িসহ বাহুবলের ছিনতাইকারী চালক আটক

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০১৬
  • ৬১০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সিলেটের বিয়ানীবাজার পৌরশহর থেকে এক বৃদ্ধের টাকা ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় বাহুবলের এক ছিনতাইকারীকে গাড়িসহ স্থানীয় জনতা আটক করে পুলিশে সোপর্দ করেছে। এ সময় অপর তিন ছিনতাইকারী পালিয়ে যেতে সক্ষম হয়েছে। বাহুবলের আটক ছিনতাইকারীর নাম কামাল হোসেন (৩৭)। কামালের বাড়ি বাহুবল উপজেলার করিমপুর গ্রামে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিয়ানীবাজার পৌরশহরের দক্ষিণবাজারের ইসলামী ব্যাংক থেকে ইসলাম উদ্দিন নামে জনৈক ব্যক্তি ৩লাখ টাকা তুলে ব্যাংকের নিচে নেমে আসলে তাকে তিন ছিনতাইকারী ঘিরে ধরে। কিছু বুঝে ওঠার আগেই ছিনতাইকারীরা তাকে জোর করে ব্যাংকের সামনে রাখা একটি প্রাাইভেট কারে (ঢাকা মেট্টো-গ-১২-০৭৯৫) তুলে। এ সময় তিনি চিৎকার করলে আশপাশের মানুষ এগিয়ে আসেন। ততক্ষণে কারটি বড়লেখার দিকে পালিয়ে যায়। স্থানীয়রা কারের পিছু ধাওয়া করে বিয়ানীবাজার-বারইগ্রাম মহাসড়কের লাউতা ইউনিয়নের জলঢুপ এলাকার কাউলিবাগা সেতু এলাকায় কারটি আটক করেন। সুযোগ পেয়ে তিন ছিনতাইকারি পালিয়ে গেলেও গাড়ির চালক কামাল হোসেনকে আটক করা হয়। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়। আটক ছিনতাইকারী কামাল হোসেন পুলিশের জিজ্ঞাসাবাদে জানিয়েছে সহযোগী তিন ছিনতাইকারির বাড়ি শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলায়।
বিয়ানীবাজার থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) আবুল বাশার মোহাম্মদ বদরুজ্জামান বলেন, একটি ছিনতাইকারি চক্রের সদস্য ধৃত কামাল। তাকে জিজ্ঞাসাবাদ করে জড়িতদের সনাক্ত করার পাশাপাশি টাকা উদ্ধারের চেষ্টা করা হচ্ছে। তিনি জানান, ছিনতাইয়ের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ ছিনতাই কাজে ব্যবহৃত প্রাইভেট কারটি জব্দ করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com