অপু দাশ, শায়েস্তাগঞ্জ ॥ শারদাঞ্জলি ফোরাম হবিগঞ্জ জেলা শাখার কার্যকরী কমিটি গঠনের লক্ষে এক সাধারণ সভা গত শনিবার স্থানীয় মহাপ্রভুর আখড়া প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। ডাঃ নন্দদেব রায় নানুর সভাপতিত্বে ও নারায়ন রায় বাবলুর পরিচালনায় উক্ত সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর কমিটির সভাপতি চন্দন রায়, লিটন চৌধুরী, দেবাশীষ পাল। সভায় সর্ব সম্মতিক্রমে ৫১ সদস্য বিশিষ্ট জেলা কমিটি গঠন করা হয়। নতুন কার্যকরী কমিটির সভাপতি দুলাল সূত্রধর, সহ-সভাপতি সুজিত পাল, জয়ন্ত দাশ গুপ্ত, সংগ্রাম বনিক, লক্ষন পাল, কমল কান্ত রায়, দীনেন্দ্র পাল, জগৎ চুঁড়া বষাক। সাধারন সম্পাদক নারায়ন রায়, সহ-সাধারন সম্পাদক ইমন পাল, রতন সূত্রধর, সৌরভ পাল, রাহুল সরকার কোষাদক্ষ, বন্ধুপদ পাল চৌধুরী সুজন, সহ-কোষাধক্ষ বাবলু গোপ রায়, সাংগঠনিক সম্পাদক দেবাশীষ পাল ধ্র“ব, সহ- সাংগঠনিক সম্পাদক সুজিত রায়, প্রসেনজিৎ গোপ।
উল্লেখ্য, শারদাঞ্জলি ফোরাম একটি অরাজনৈতিক সনাতন ধর্মীয় সংগঠন এর অন্যতম লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে সনাতন ধর্মীয় শিশু কিশোরদের গীতা শিক্ষায় আগ্রহী করে তোলা। এই লক্ষ্যে হবিগঞ্জ জেলায় ফোরামের তত্ত্বাবধানে শারদাঞ্জলি গীতা নিকেতন নামে চারটি গীতা স্কুল পরিচালিত হয়ে আসছে। পরবর্তীতে আরও গীতা স্কুল চালু করার পরিকল্পনা রয়েছে।