প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ জেলা জমিয়তের আমেলার বৈঠক গতকাল সোমবার সকাল ১০ ঘটিকায় জেলা জমিয়তের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন জেলা সভাপতি আল্লামা তাফাজ্জুল হক হবিগঞ্জী। বৈঠক পরিচালনা করেন জেলা সেক্রেটারী মুফতি সিদ্দিকুর রহমান চৌধুরী। বৈঠকে আগামী ১ডিসেম্বর ২০১৬ইং হইতে মাস ব্যাপী সদস্য সংগ্রহ অভিযান সফল করার লক্ষ্যে ৯ সদস্য বিশিষ্ট জেলা মনিটরিং কমিটি গঠন করা হয়। এছাড়া ১লা ডিসেম্বর ২০১৬ইং রোজ বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকায় জেলা জমিয়তের কার্যালয়ে উদ্বোধনী অনুষ্ঠানের সিদ্ধান্ত হয়। জেলা জমিয়তের সহ-সভাপতি মরহুম মাওঃ আব্দুল হক গুলগাঁও ও সদস্য মরহুম মাওঃ আব্দুর ছত্তার খান ও মরহুম রশিদ আহম্মদ খান এর রুহের মাগফেরাত কামনায় মোনাজাত করা হয়। এতে উপস্থিত ছিলেন মাওঃ আব্দুল খালেক চলিতাতলী, মাওঃ সামছুল হক সাদী, হাজী ফরিদ উল্লা, মাওঃ মুখলিছুর রহমান, মুফতি আব্দুল হান্নান, মাওঃ মাহবুবুর রহমান চৌধুরী হেলাল, ডাঃ এম.এ করিম আজাহার, মাওঃ রফিকুল ইসলাম, মুফতি আমির আহমেদ, হাফেজ মাওঃ তাফহিমুল হক, মাওঃ আইয়ুব-বিন সিদ্দিক, মাওঃ মুজিবুর রহমান, মাওঃ আলী আহমদ, আলহাজ্ব মৌলভী শিব্বির আহমেদ, মাওঃ মাছুরুল হক, মাওঃ তৈয়বুর রহমান, মাওঃ নজরুল ইসলাম, মাওঃ মাসুকর রহমান, মাওঃ মিজানুর রহমান প্রমুখ।