মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার পরিবার কল্যাণ ও উপস্বাস্থ্য কেন্দ্রে কর্তব্যরত ডাক্তারদের বিরুদ্ধে দায়িত্ব অবহেলার অভিযোগ উঠেছে। সরকার স্বাস্থ্য সেবা জনগণের দার গোড়ায় পৌঁছানোর জন্য প্রতিটি উপস্বাস্থ্য কেন্দ্রে একজন করে এমবিবিএস ডাক্তার নিয়োগ দিলেও সংশ্লিষ্ট ডাক্তাররা নিয়মিত দায়িত্ব পালন করছেন না। বুল্লা ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে ডাক্তার শামসুর নাহার মনিকে পোষ্টিং দিলেও তিনি নিয়মিত সেখানে রোগীদের স্বাস্থ্য সেবা দেননা বলে এলাকাবাসীর অভিযোগ রয়েছে। শাহজাহানপুর ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে ডাক্তার বেলাল আজিজকে ৮টা থেকে আড়াইটা পর্যন্ত দায়িত্ব পালনের কথা থাকলে ও তিনি হাজিরা দিয়েই মাধবপুর চলে আসেন। জুনিয়র কনসালটেন্ট শিশু বিশেষজ্ঞ ডাক্তার আশরাফ উদ্দিন মাধবপুর স্বাস্থ্য কেন্দ্রে নিয়োগ থাকলেও ডেপুটেশনে হবিগঞ্জ সদর হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে রোগী দেখছেন। এছাড়া উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডাক্তার আব্দুল আউয়াল ২০০৯ সাল থেকে বাহুবল উপজেলায় মূূল দায়িত্বে থেকে মাধবপুরে ডেপুটেশনে কাজ করছেন। ২০০৪ সাল থেকে তিনি মাধবপুরে থাকার সুবাদে মারামারি মামলার সাটির্ফিকেট বাণিজ্যে জড়িয়ে পড়েছেন। তিনি এবং তার স্ত্রী হাসপাতাল সংলগ্ন দি স্কয়ার ডায়াগনিষ্ট সেন্টারে অংশীদারীত্বের ভিত্তিতে ব্যবসা করছেন। এছাড়া জগদীশপুর ছাতিয়াইন ও মনতলা উপস্বাস্থ্য কেন্দ্রে কোনো এমবিবিএস ডাক্তার নেই।