স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের সুলতান মাহমুদপুর গ্রামে নানার বাড়িতে এসে তোহা (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সে সদর উপজেলার টুক ভাদৈ গ্রামের মান্না মিয়ার পুত্র। তোহা ৩ দিন আগে সুলতান মাহমুদপুর গ্রামে তার নানা হিরা মিয়ার বাড়িতে বেড়াতে আসে। গতকাল সোমবার দুপুরে পরিবারের সকলের অগোচরে পাশের একটি পুকুরে পড়ে যায়। অনেক খোজাঁখুজির পরও তাকে পাওয়া যায়নি। বিকাল ৩টার দিকে পুকুরে তার দেহ ভেসে উঠলে তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসা হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করা হয়।