স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের ২নং পুল তেঘরিয়া থেকে চেক জালিয়াতি মামলার পলাতক আসামী হাসন আলী (৪৫) কে গ্রেফতার করেছে পুলিশ। সে ওই গ্রামের মৃত খুর্শেদ আলীর পুত্র। গতকাল সোমবার সকালে সদর থানার এসআই মিজানুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। পুলিশ জানায়, তার বিরুদ্ধে চেক জালিয়াতি মামলায় গ্রেফতারী পরোয়ানা রয়েছে।