স্টাফ রিপোর্টাার ॥ হবিগঞ্জ সদর উপজেলার পশ্চিম ভাদৈ গ্রামে বিদ্যুতস্পৃষ্ট হয়ে খাইরুন নেসা (১০) নামের এক শিশুর পুরো শরীর ঝলসে গেছে। হাসপাতালে চিকিৎসা পেলেও অর্থের অভাবে তার চিকিৎসা করতে পারছে না তার পরিবার। এদিকে আশংকাজনক অবস্থায় ওই শিশুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। কিন্তু অর্থের অভাবের কারণে তাকে হবিগঞ্জ সদর হাসপাতালেই রাখা হয়েছে। ওই শিশুর মা আহাজারী করে জানান, গতকাল সোমবার দুপুরে তার বোনের বাড়ির চালে তার কন্যা পাতা কুড়াতে যায়। এ সময় চালের উপর দিয়ে যাওয়া বিদ্যুতের তারে অসাবধানতাবশত সে জড়িয়ে যায়। এতে তার পুরো শরীর জ্বলসে গেছে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। তার অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত ডাক্তার তাকে ঢাকা মেডিকেলে প্রেরণ করেন। ওই শিশুর মা মানুষের বাসায় কাজ করে সংসার চালান বলে জানা গেছে। তার পক্ষে শিশুর চিকিৎসার টাকা যোগাড় সম্ভব নয়। তিনি ভিত্তশালী লোকদের কাছে সাহায্য চেয়েছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত সদর হাসপাতালের মহিলা ওয়ার্ডে ওই শিশুটি যন্ত্রনায় কাতরাচ্ছে।