প্রেস বিজ্ঞপ্তি ॥ বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) এর জন্মের দিন উপলক্ষে বাংলাদেশ আন্জুমানে আল ইসলাহ ও তালামীযে ইসলামি নবীগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে গতকাল ২৭ জানুয়ারী নবীগঞ্জ নতুন বাজারে অনুষ্ঠিত হয় বিশাল আলোচনা সভা ও র্যালী। সকাল ১০টা থেকে তালামীয উপজেলা সভাপতি জালাল উদ্দিন মোঃ ধন মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ মঞ্জুর হোসেন উপস্থাপনায় বিকাল ২ টা পর্যন্ত চলে ১ম অধিবেশন। পরে আল-ইসলাহ উপজেলা সভাপতি কাজী মাওঃ মাহবুব আহমদের সভাপতিত্বে ও উপজেলা সাহিত্য সাংস্কৃতিক সম্পাদক কয়েস আহমদ মাহদীর উপস্থাপনায় অনুষ্ঠিত হয় অধিবেশন শুরু হয়। উক্ত ঈদে মিলাদুন্নবী (সাঃ) মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শামসুল উলামা আল্লামা ফুলতলী (রহঃ) সুযোগ্য সাহেবজাদা, ফুলতলী কামিল মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা নজমুদ্দীন চৌধুরী ফুলতলী। বিশেষ অতিথি আল-ইসলাহ কেন্দ্রীয় মহাসচিব অধ্যক্ষ এ কে এম মনোওর আলী, নবীগঞ্জ-বাহুবলের বর্তমান সংসদ সদস্য জননেতা এম.এ. মুনিম চৌধুরী বাবু, সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শেখ সুজাত মিয়া। প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ তালামীযের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বেলাল আহমদ। বিশেষ বক্তা ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হাঃ জিয়াউল ইসলাম মুহিত, সাবেক সহসভাপতি এইচ.এম সাহিদ আহমদ, জেলা তালামীযের সহসভাপতি মোঃ লিয়াকত আলী তালুকদার, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মুহিত রাসেল, আল-ইসলাহ পৌর সভাপতি হাঃ মোঃ রুহুল আমীন চৌধুরী। উপস্থিত ছিলেন অধ্যাপক মুজিবুর রহমান, মইনুল ইসলাম বুলবুল, মিজানুর রহমান চৌধুরী শামীম প্রমুখ। পরিশেষে মিলাদুন্নবী বর্ণাঢ্য র্যালী সমস্ত নবীগঞ্জ শহর প্রদক্ষিণ করে।