স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচংয়ের ইসলামপুর গ্রামে প্রতিপক্ষের হামলায় ভাই-বোন ও পিতাসহ ৩ জন আহত হয়েছে। আহতরা হচ্ছে-খলিল মিয়া (৬০), তার ছেলে কদ্দুছ মিয়া (২৬) ও মেয়ে নাজমা বেগম (২৮)। আহতরা জানান, একই গ্রামের বজলু মিয়ার সাথে জমি নিয়ে তাদের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এর জের ধরে গত রবিবার রাত ১১ টার দিকে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে বজলু মিয়ার লোকজন হামলা চালায়। এতে উল্লেখিতরা আহত হয়। তাদেরকে হবিগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নবীগঞ্জে নির্যাতনে হিজড়ার মৃত্যু ॥
কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ
স্টাফ রিপোর্টার, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ-বাহুবল আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত জাপা মনোনীত সংসদ সদস্য মুনিম চৌধুরী বাবু সহোদর বেলাল চৌধুরীর বিরুদ্ধে হিজড়া আদর খাঁ (২৬) হত্যার অভিযোগে দায়েরকৃত মামলায় এ রিপোর্ট লেখা পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। আসামীদের গ্রেফতার করতে জোর তৎপরতা চলছে বলে ওসি জানিয়েছেন। এদিকে ময়না তদন্ত শেষে গতকাল বিকেলে নিহতের লাশ গ্রাম্য কবরস্থানে দাফন করা হয়েছে।
শনিবার রাতে আউশকান্দিস্থ বেলাল চৌধুরীর ডেকোরেটার্স দোকান থেকে তার ১টি মোবাইল সেট চুরি হয়। এঘটনায় জড়িত সন্দেহে উপজেলার কুর্শি ইউনিয়নের জুহুরপুর গ্রামের দৌলত খাঁর পুত্র হিজড়া সদস্য আদর খাঁকে মোবাইল চুরির অভিযোগে আটক করা হয়। নির্যাতনের ফলে আদর খা গুরুতর অসুস্থ হয়ে রবিবার দুপুরে সে মারা যায়।