স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌর পরিষদের প্রাক্তন চেয়ারম্যান ও কমিশনারদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দুপুরে সুরবিতান হল রুমে সাবেক কমিশনার রফিকুল বারী চৌধুরী মামুনের সভাপতিত্বে এবং সাবেক কাউন্সিলর মোঃ মিজানুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন হবিগঞ্জ পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র দিলীপ দাস। স্বাগত বক্তব্য রাখেন পৌরসভার প্রাক্তন কমিশনার মুকুল আচায্য। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রাক্তন কমিশনার আলহাজ্ব উসমান গনি, ফরিদ উদ্দিন আহমেদ, হাবিবুর রহমান হাবিব, সামছু মিয়া, মোঃ বাছিত চৌধুরী, শাহ মোঃ আব্দুল কাইয়ূম, জাহানারা আফছর, রোকেয়া আক্তার রুকু, বর্তমান কাউন্সিলর আবুল হাসিম, শেখ উমেদ আলী শামীম প্রমূখ। সভায় সাবেক কমিশনারগন হবিগঞ্জ পৌরসভায় অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থাসহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। তারা বলেন-পৌরসভার উন্নয়ন কর্মকান্ডসহ যে কোন বিষয়ে বর্তমান মেয়র ও কাউন্সিলর প্রাক্তন চেয়ারম্যান ও কমিশনারদের পরামর্শ নিতে চাইলে তারা আন্তরিক ভাবে সহযোগীতা করবেন। আমরা চাই সকলে মিলে হবিগঞ্জকে একটি মডেল পৌরসভা হিসেবে গড়ে তুলতে। মতবিনিময় সভা শেষে হবিগঞ্জ পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান ও কমিশনার পরিষদ এর উপদেষ্টা কার্যকরি কমিটি গঠন করা হয়। উপদেষ্টা কমিটিতে সাবেক চেয়ারম্যান শহীদ চৌধুরীকে প্রধান উপদেষ্ঠা ও পৌরসভার ভারপ্রাপ্ত দিলীপ দাসকে মেয়রকে উপদেষ্টা করা হয়। এছাড়াও অন্যান্য উপদেষ্টারা হলেন উসমান গনি, জাহানারা আফসর, সিরাজ উদ্দিন তালুকদার, সিরাজ উদ্দিন আহমেদ। কার্যকরি কমিটির নেতৃতৃন্দ হলেন-সভাপতি রফিকুল বারী চৌধুরী মামুন, সহ-সভাপতি ৩জন যথাক্রমে মোঃ ফরিদ উদ্দিন আহমেদ, মোঃ বাছিত চৌধুরী, মোঃ সামছু মিয়া, সাধারণ সম্পাদক মুকুল আচার্য্য, সহ-সাধারণ শামছুল হুদা ও শাহ কমর উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, অর্থ বিষয়ক সম্পাদক শাহ আব্দুল কাইয়ূম, প্রচার সম্পাদক হাবিবুর রহমান, মহিলা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট রোকসানা জামান চৌধুরী, সহ-মহিলা বিষয়ক সম্পাদক রোকেয়া আক্তার রুকু। সদস্যরা হলেন-অ্যাডভোকেট মনোরঞ্জন দাস, আব্দুল মোতালিব, নুরুল ইসলাম নানু, মোঃ ওয়াদুদ চৌধুরী, এমএ মোহিত কাজল, মোঃ আলাউদ্দিন কদ্দুছ, তাহের চৌধুরী, আব্দুল মোতালিব মমরাজ, মোঃ ইউনূছ মিয়া, অ্যাডভোকেট আবুল মনসুর, মীর আব্দুল লতিফ দরবেশ, মোঃ মাহবুবুল হক হেলাল, শিখা ভৌমিক, সৈয়দা সাজেদা তাজ, অজন্তা দাস, রৌশনারা চৌধুরী, পার্বতী রায়, সৈয়দা লাভলী সুলতানা ও সালমা আক্তার চৌধুরী।