স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের বহুলা বাইপাস সড়ক থেকে সেলিম (৩০) নামের এক মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ১৫ পিস যৌন উত্তেজক ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। সে ওই গ্রামের আব্দুল মতলিবের পুত্র। গতকাল শুক্রবার রাত ৮টার দিকে সদর থানার এসআই আবুল হোসেন, এএসআই সৌরভ ও বিকাশের নেতৃত্বে একদল পুলিশ ওই এলাকা থেকে তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে উল্লেখিত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পুলিশ জানায়, সে দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক বিক্রি করে আসছিল। এতদিন সে আত্মগোপনে ছিল।