স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলর বীর সিংহপাড়া গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুইদল লোকের সংঘর্ষে মহিলাসহ ১০জন আহত হয়েছে। গতকাল শুক্রবার সকালে এ সংঘর্ষ হয়। গুরুতর আহত অবস্থায় নুরুল ইসলাম (৪৫), হাসান মিয়া (৫২) ও শফিক মিয়া (৫২) কে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এলাকাবাসী সুত্রে জানা যায়, গতকাল সকালে ওই গ্রামের শহিদুল হক খাদেম গরু নিয়ে মাঠে যাবার সময় ধানি জমিতে কাজ করতে থাকা একই গ্রামের সৈয়দ মিয়াসহ কয়েকজন লোক পূর্ব বিরোধের জের ধরে উস্কানিমূলক কথা বলে। এতে শহিদুল প্রতিবাদ করেন। এ নিয়ে শহিদুল ইসলাম খাদেমের সাথে তাদের বাকবিতন্ডা হয়। পরে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পরে। এতে মহিলাসহ কমপক্ষে ১০ জন আহত হয়। মাধবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মমিনুল ইসলাম জানান, এ ঘটনায় কেউ এখন পর্যন্ত অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।