প্রেস বিজ্ঞপ্তি ॥ সাবেক অর্থমন্ত্রী মরহুম শাহ এ এম এস কিবরিয়ার মৃত্যু বার্ষিকী উপলক্ষে শায়েস্তাগঞ্জে স্মরণ সভা, মিলাদ মাহফিল ও হতদরিদ্রদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে।
২৭ জানুয়ারি সোমবার রাতে স্থানীয় রেলওয়ে কলোনী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে হবিগঞ্জ সদর উপজেলা ও শায়েস্তাগঞ্জ পৌর যুবলীগের যৌথ উদ্যোগে স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
সদর উপজেলা যুবলীগ সভাপতি ফজল উদ্দিন তালুকদারের সভাপতিত্বে ও পৌর যুবলীগ সভাপতি আব্দুল মুকিত এবং সাধারণ সম্পাদক টি এম আফজালের যৌথ পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তৃতায় জেলা যুবলীগের সভাপতি আতাউর রহমান সেলিম সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়ার উপর গ্রেনেড হামলাস্থল বৈদ্যোর বাজারে স্মৃতিস্তম্ভ নির্মাণ করাসহ হত্যাকান্ডের বিচার দাবী করেন। তিনি বলেন, উপজেলা নির্বাচন এসেছে। হবিগঞ্জ সদর উপজেলায় পরীক্ষিত প্রার্থী দিতে হবে। দলের সিদ্ধান্ত অনুযায়ী প্রার্থী দিলে এ উপজেলায় চেয়ারম্যান পদ ধরে রাখা যাবে।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মশিউর রহমান শামীম, নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু, মোতাচ্ছিরুল ইসলাম, হাসান চৌধুরী হিমসিম, জাকির হোসেন, ফরিদ হাসান, কবির আনসারী, ওসমান আলী মিনু, ইসহাক আলী সেবন, তৈয়ব, মারুফ, আব্দুর রউফ মেম্বার, ফারুক খান, সেলিম, সাইফুল, কয়েছ খান, জাহেদ, স্বপন প্রমুখ। পরে হত দরিদ্রদের মাঝে শীত বস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়।