প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ জেকে এন্ড এইচ কে হাইস্কুল এন্ড কলেজ মাঠে বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতি হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে গতকাল বৃহস্পতিবার বেলা আড়াইটায় শিক্ষকদের এক সমাবেশ অনুষ্ঠিত হয়। শিক্ষক সমিতির সভাপতি কাজী কামাল উদ্দিন এর সভাপতিত্বে উক্ত সভায় বক্তব্য রাখেন, জেলা সহ-সভাপতি মোঃ নুর উদ্দিন আহমদ, এম. এ আউয়াল, মোঃ মোজাম্মেল হায়দার, মোঃ ফজলুর করিম, মাওলানা মোঃ আনোয়ার আলীর, জেলা সচিব মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী, অতিরিক্ত সচিব মোঃ শাহজাহান কবির, যুগ্ম সচিব মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ নুরুল আমীন, যুগ্ম সাংগঠনিক মোঃ কামরুল আহসান, হেমেন্দ্র চন্দ্র দাশ, প্রচার সচিব এ টি এম রেজাউল কবির, সহ-শিক্ষা নিরেশ চন্দ্র দাস, মহিলা বিষয়ক তৈয়বা খাতুন, সাবিনা ইয়াসমিন প্রমুখ। সভায় বক্তাগণ বলেন, শিক্ষার মান উন্নয়নে মাধ্যমিক শিক্ষকদের চাকুরী জাতীয় করণের বিকল্প নেই। পরিশেষে হবিগঞ্জ হাইস্কুল এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ আলহাজ্ব মোঃ নুরুল ইসলাম-এর আত্মার মাগফেরাত কামনার্থে মোনাজাত করা হয় এবং তাঁর শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়।