প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ সদর উপজেলার ২নং আদর্শ রিচি ইউনিয়নের চেয়ারম্যান মিয়া মোঃ ইলিয়াছকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন সদ্য কারামুক্ত ৫নং ওয়ার্ডের মেম্বার হাবিবুর রহমান সজল। গতকাল বুধবার দুপুর ২ টায় স্থানীয় ইউনিয়ন পরিষদে মিয়া মোঃ ইলিয়াছকে এ ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন, ছোট বহুলা গ্রামের সিরাজ মিয়া, আইয়ূব আলী, আজিজ মিয়া, শাহেব আলী, আব্দুল হাই, নুর মিয়া, আহাদ মিয়া, সিজিল মিয়া, লাবু মিয়া, জিতু মিয়া, হারুন মিয়া, মোতালিব মিয়া, বাবুল মিয়া, আব্দুর রহমার, রুবেল মিয়াসহ গ্রামের বিশিষ্ট মুরুব্বীয়ান ও যুবকবৃন্দ।
উল্লেখ্য, গত ইউনিয়ন নির্বাচনে ছোট বহুলা (৫নং ওয়ার্ড) গ্রামের মেম্বার পদ প্রার্থী থাকাকালীন সময়ে হাবিবুর রহমান সজল পলাতক ছিলেন। তিনি পলাতক থাকা অবস্থায় ইউনিয়নের মেম্বার পদে নির্বাচিত হন। পরে পুলিশ তাকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করে। গত মঙ্গলবার তিনি কারামুক্ত হলে ইউনিয়নের চেয়ারম্যান মিয়া মোঃ ইলিয়াছকে ফুলেল শুভেচ্ছা জানান।