স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী, বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব সৈয়দ মোঃ শাহজাহান বলেন-আমি কোন গোষ্টি ভিতর আবদ্ধ থাকতে চাই না। আমি চাই দলমত, জাতি-ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের ভালবাসা নিয়ে বেচেঁ থাকতে। সকলের পাশে থেকে সুখ-দুঃখের সাথী হয়ে বাকী জীবন কাটিয়ে দিতে চাই। তাই আসন্ন উপজেলা পরিষদ নিবার্চনে আমাকে আপনাদের মূল্যবান ভোট দিয়ে নিবার্চিত করুন। আমি আপনারকে আধুনিক মাধবপুর উপহার দিব। আপনার ইজ্জত-সম্মান ফিরিয়ে দিব।
তিনি গতকাল সোমবার মাধবপুর উপজেলার কাশিমনগর, মৌজপুর, বহরা, মনতলা, আদাঐর, পৌর এলাকায় গণসংযোগকালে জনগনের উদ্দেশ্যে এ কথা বলেন। এসময় আদাঐর ইউনিয়নের চেয়ারম্যান মীর খুরশেদ আলম, ইউনুছ মিয়া মেম্বার, ছিদ্দিক মেম্বার, সাগর আলী মেম্বার, ডাঃ লাল মিয়া, হাজী ইউসুফ খা, গোলাপ খা মেম্বার, আমজাত আলী শাহীন, এস.এম.ইকরামসহ বিপুল নেতাকর্মী উপস্থিত ছিলেন।