চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে বিশেষ অভিযানে বৈধ কাগজপত্রবিহীন ১৫টি মোটরসাইকেল আটক করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, গতকাল বুধবার সকাল ১০টা থেকে শুরু করে বিকাল ৫টা পর্যন্ত চুনারুঘাট পৌর শহরের বিভিন্ন পয়েন্টে চেক পোস্ট বসিয়ে সঠিক কাগজপত্র না থাকায় ১৫টি মোটরসাইকেল আটক করা হয়। এ সময় চেকপোস্টে দায়িত্বরত ছিলেন চুনারুঘাট থানার ওসি নির্মলেন্দু চক্রবর্তী ও এস.আই সেলিম সহ একদল পুলিশ। আটকৃকত ১৫টি মোটরসাইকেলের মধ্যে ১২টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে বলে পুলিশ সূত্রে জানা যায়।