স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ হাই স্কুল এন্ড কলেজ এর সাবেক অধ্যক্ষ এবং উত্তর শ্যামলী সংলগ্ন ইসলামনগর আবাসিক এলাকা উন্নয়ন কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ নূরুল ইসলাম ইন্তেকাল করেছেন (ইন্নলিল্লহি…..রাজিউন)। গতকাল বেলা ৩টায় সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বৎসর। তিনি স্ত্রী, তিন পুত্র, এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
এদিকে তাঁর মৃত্যুতে শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন, হবিগঞ্জ-লাখাই আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট মোঃ আবু জাহির, বাংলাদেশ শিক্ষক সমিতি হবিগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দ, হবিগঞ্জ হাই স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ আলহাজ্ব মোঃ আবুল লেইছ, এস.এ ফাউন্ডেশনের চেয়ারম্যান আজমান আহমেদ, আবাসিক এলাকা উন্নয়ন কমিটির সদস্য আলহাজ্ব মোঃ আব্দুল মোনায়েম, আলহাজ্ব মোঃ মনজিল মিয়া, হাফেজ মোঃ জাহির আহমেদ, সাধারণ সম্পাদক আজিজুল রহমান কাউছার, সাংবাদিক মোঃ কাউছার আহমেদ, সৈয়দ রাশিদুল হক রুজেন, উত্তর শ্যামলী বাগানবাড়ী এলাকার সভাপতি নুরুল আহমেদ মিতু, উত্তর শ্যামলী সমাজ কল্যান পরিষদের সভাপতি শাহীন আহমেদ, সাধারণ সম্পাদক জুবায়ের আহমেদ।