স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচঙ্গের সাবেক চেয়ারম্যান হবিগঞ্জ উত্তরা কমপ্লেক্স এর সত্ত্বাধিকারী, ফ্রিল্যান্স সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল থেকে চিকিৎসা গ্রহন শেষে সুস্থ্য হয়ে বাসায় ফিরেছেন। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত মাসের দ্বিতীয় সপ্তাহে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলে তিনি ঢাকায় একটি বিশেষায়িত হাসপাতালে চিকিৎসা শেষে ডেঙ্গু মুক্ত হয়ে হবিগঞ্জের বাসায় ফিরেন। এ সময় পুস্টেড গ্ল্যান্ডে মারাতœক জটিলতা দেখায়। পুনরায় অপারেশনের জন্য ঢাকার বিএসএমএমইউ হাসপাতালে ভর্তি হলে গত ১৬ নভেম্বর সফল অপারেশন সম্পন্ন হয়। গতকাল ২২ নভেম্বর মঙ্গলবার বিকেলে পিজি হাসপাতাল কর্তৃপক্ষ সম্পূর্ণ সুস্থ হিসেবে ছাড়পত্র প্রদান করলে মুক্তিযুদ্ধা মমিন সরাসরি হবিগঞ্জ উত্তরা কমপ্লেক্সে এর বাসায় ফিরে এসেছেন। তার সুস্থতা কামনায় দেশের যারা বিভিন্নভাবে দোয়া ও প্রার্থনা করেছেন তিনি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।