স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে তিনদিন ব্যাপী ফায়ার সার্ভিসের ভলানটিয়ার ডেভলাপমেন্ট ট্রেনিং কোর্স সমাপ্ত হয়েছে। গত রবিবার সকাল থেকে শুরু হওয়া প্রশিক্ষণে ৫০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করে। অগ্নিকান্ড, ভূমিকম্প ও প্রাকৃতিক দুর্যোগে করণীয় শীর্ষক স্বেচ্ছাসেবীদের প্রশিক্ষণ দেয়া হয়। এর আয়োজন করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর। এতে ৩০টির অধিক বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন হবিগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোঃ মনিরুজ্জামান, সিনিয়র ষ্টেশন মাস্টার জাবেদ হোসাইন মোঃ তারেক, সিলেটের ওয়ার হাউজ ইন্সপেক্টর মোঃ আফছার উদ্দিন, ওয়ার হাউজ ইন্সপেক্টর মোঃ অলি উল্লাহ। এছাড়াও বক্তব্য রাখেন, টিম লিডার মুহিত বখত চৌধুরী, দৈনিক মানবকণ্ঠ ও ঢাকা টাইমসের হবিগঞ্জ প্রতিনিধ আবু হাসিব খান চৌধুরী পাবেল, চ্যানেল-২৬ এর প্রতিনিধি শাহ কামাল সাগর। প্রশিক্ষণে অংশগ্রহণকারী প্রত্যেককে একটি করে টি-শার্ট ও সম্মানি প্রদান করা হয়। এছাড়াও ট্রেনিং শেষে পরিক্ষাগ্রহণ করা হয়েছে। উক্ত পরিক্ষায় সফলভাবে প্রশিক্ষণের জন্য প্রত্যেককে সনদপত্র প্রদান করা হবে বলে জানানো হয়।