নবীগঞ্জ প্রতিনিধি ॥ গত রবিবার দিবাগত রাতে নবীগঞ্জ পৌর এলাকার মদনপুর থেকে ১টি সিএনজি অটো রিকশা চুরি হয়েছে। গতকাল রাতে এ ব্যাপারে গাড়ির মালিক বাদি হয়ে নবীগঞ্জ থানায় একটি অভিযোগ দিয়েছেন।
জানা যায়, গত রবিবার দিবাগত রাতে পৌর এলাকার মদনপুরের মোঃ আব্দুল মন্নাফের বাড়ির গাড়ির গ্যারেজের তালা ভেঙ্গে কে বা কারা আজিজ পরিবহন নামের (হবিগঞ্জ থ-১১-১৯৩৭) সিএনজি অটো রিকশাটি চুরি করে নিয়ে গেছে। গতকাল সোমবার সকালে ঘুম থেকে উঠে বাড়ির লোকজন গ্যারেজের তালা ভাঙ্গা দেখতে পান। সারাদিন বিভিন্ন স্থানে খোজাখুঁজি করেও গাড়ির সন্ধান না পেয়ে গতকাল রাতে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন গাড়ির মালিক।