প্রেস বিজ্ঞপ্তি ॥ নিষেধাজ্ঞা অমান্য করে বাল্য বিবাহ সম্পন্নকারীদের শাস্তির দাবীতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছে ন্যাশনাল চিল্ড্রেনস টাস্ক ফোর্স হবিগঞ্জ জেলা শাখা। গতকাল সোমবার ন্যাশনাল চিল্ড্রেনস টাস্ক ফোর্স (এনসিটিএফ) সভাপতি আমিনুল ইসলাম শাকিল, সাধারন সম্পাদক সৈয়দ মাহাদী, সহ সাধারন সম্পাদক সাদিয়া মুমিন চৌধুরী ও চাইল্ড পার্লামেন্ট মেম্বার মাহবুবুর রহমান হাসান জেলা প্রশাসক বরাবর স্মরাক লিপি প্রদান করেন। স্মারক লিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক শফিউল আলম।
প্রসঙ্গত, হবিগঞ্জ জেলাকে বাল্যবিবাহ মুক্ত ঘোষনা করার পর বাল্য বিবাহ অনুষ্ঠিত হচ্ছে। গত ৯ নভেম্বর শহরের কোর্ট স্টেশন এলাকায় জে কে এন্ড এইচ কে হাই স্কুলের ৮ম শ্রেণীর ছাত্রী তাজ উদ্দিনের মেয়ে মাহবুবা সুলতানা তানিয়ার সাথে আব্দুল মান্নাফের ছেলে ইতালী প্রবাসী দুদু মিয়ার বিয়ে ঠিক হলে ভ্রাম্যমাণ আদালত উক্ত বিয়ে পন্ড করে দেয়। ওই সময় মেয়ের মা বাবার কাছ থেকে মুচলেকা গ্রহন করেন। ভ্রাম্যমান আদালত বিয়ে পন্ড করার পরও ওইদিন রাতেই কাবিন রেজিষ্ট্রি ছাড়া বিয়ে সম্পন্ন হয়। এ বিষয়ে গত ১০ নভেম্বর দৈনিক হবিগঞ্জ জনতার এক্সপ্রেস পত্রিকায় “শহরে বাল্য বিয়ের আয়োজন দুপুরে পন্ড ॥ রাতে সম্পন্ন” এই শিরোনামে এবং আরোও কয়েকটি পত্রিকায় বিভিন্ন শিরোনামে সংবাদ প্রকাশ করা হয়েছে। কিন্তু কার্যত আর কোন পদক্ষেপ গ্রহণ করা হয়নি।
উক্ত ঘটনায় সংশ্লিষ্ট অপরাধীসহ জেলায় অনুষ্ঠিতব্য বাল্য বিবাহে সংশ্লিষ্ট সকল দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবী জানায় ন্যাশনাল চিল্ড্রেনস টাস্ক ফোর্স (এনসিটিএফ) হবিগঞ্জ জেলা শাখা