প্রেস বিজ্ঞপ্তি ॥ বানিয়াচং উপজেলা সদর প্রথমরেখ এলাকার বীর মুক্তিযোদ্ধা মোঃ আকাবর মিয়া ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লহি —— রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর। গতকাল ২৭ জানুয়ারী সোমবার ফজরের নামাজ শেষে নিজ বাড়িতে স্ট্রোকে আক্রান্ত হয়ে মৃত্যুবরন করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে, ২ মেয়ে ও অসংখ্যা আত্মীয় স্বজনসহ গুনগ্রাহী রেখে গেছেন। গতকাল বাদ যোহর জানাযার নামাজ শেষে রাষ্ট্রীয় মর্যাদায় নিজ বাড়িতে দাফন করা হয়। বীর মুক্তিযোদ্ধা আকাবর মিয়া’র মৃত্যুতে হবিগঞ্জ জেলা ইউ.পি চেয়ারম্যান সমিতির সভাপতি ও বানিয়াচং সদর দক্ষিণ পশ্চিম ইউ.পি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন, বানিয়াচং উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোঃ আব্দুল খালেক, ৩নং বানিয়াচং দক্ষিণ পূর্ব ইউ.পি চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা জালাল উদ্দিন ময়না, বীর মুক্তিযোদ্ধা মনজিল মিয়া, বীর মুক্তিযোদ্ধা সাবেক মেম্বার ইউনুছ উল্লা, মুক্তিযোদ্ধা গোপীনাথ দেব মিলন গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।